Certificate Distribution of J.TEST-155
J.Test-155 ক্যান্ডিডেটদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, J.Test-155 এর সার্টিফিকেট ও মাকর্শীট J.Test বাংলাদেশ অফিসে এসে পৌঁছেছে। ক্যান্ডিডেটদের অফিস চলাকালীন সময়ে (10:30AM to 3PM) এসে নিজ নিজ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কারো পক্ষে অন্য কেউ সার্টিফিকেট সংগ্রহ করতে হলে নিম্নে উল্লেখিত ডকুমেন্ট জমা দিতে হবে।
১. ক্যান্ডিডেট এর NID/ PASSPORT/ BIRTH CERTIFICATE (যেটি J.Test অফিসে জমা দেয়া আছে) ফটোকপি
২. যিনি সংগ্রহ করবেন তার NID/ PASSPORT/ BIRTH CERTIFICATE
৩. অথোরাইজেশন লেটার
সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।